গরিব দুখী সন্তান তরে
মায়ের আদর রয়,
উপহারে ভালো কথা
সোনা বাবা কয়।
চুমোয় ভরে গালে ভালে
পরম যত্ন নেয়,
উপহার যে জন্মদিনে
কেমন সুন্দর দেয়।
উদোম গায়ে নোংরা চুলে
হাসছে বড়ো চোখ,
আঁচড়ে চুলে জামা পরায়
মায়ের কান্না শোক।
পান্তা ভাতে আলু সেদ্ধ
মায়ের মাখা ভাত,
চেটে পুটে খাবে সোনা
মায়ের এঁটো হাত।