আমাদের ভালোলাগা আর ভালোবাসাগুলো
চোরাচালান হয়ে যাচ্ছে অজানা পথে ,
কষ্টের করুণ আর্তনাদ চাপা পরে হিমবাহের
শীতলতায় ।
রকমারি রঙিন মায়াবী আলোর অন্ধকারে
ডুবে যায় দুরন্ত যৌবন,
নগর সভ্যতা নীরবে হেঁটে যায় একাকিত্বের
বেদনা কাঁধে ভর করে।
নিষ্পাপ শৈশবের দিনগুলো কত সুন্দর
আনন্দময় ছিলো আমাদের,
এখন হিংসা, বিদ্বেষ, লালসার দৃষ্টি
দিয়ে আমরা একে ওপরকে খেয়ে নিচ্ছি।
হ্যা কেউকেউ টের হয়তো পাচ্ছি
আবার কেউ কেউ পাচ্ছি না।
কেউ কেউ কখনো প্রতিবাদে সরব
কেউ বা নির্বিকার জীবনযাপন!
কিছু বিজ্ঞজন চিৎকার দিয়ে বলবে
“আমরা মানুষ,আমরাই সৃষ্টির সেরা জীব।”
মঞ্চে দাঁড়িয়ে জনপ্রতিনিধি এখন
অনেক আশার মিথ্যা প্রতিশ্রুতির
কথা বলবে!
আচ্ছা এ সব তো আমাদের জন্য নয়
তবে কেন এতো হিংসার দলাদলি।
কেন রক্তের স্রোত বয়ে যায় চোখে ।
কেন আশায় বসে দুরসায় স্নেহ হারায়
বোকা মানুষেরা ।
বিজ্ঞজন আবার চিৎকার করে বলে
“আমরা মানুষ”।
পাশে বসা বৃদ্ধ পাগলটি বলে যায় চুপিচুপি-
“আসল মানুষ কোথায়?
অমিও তো আমাকে দেখিনা মানুষ রূপে,
তুমি কি দেখো নিজেকে ?”