মানুষ হলো সৃষ্টি সেরা
নিয়ে হুঁশ আর জ্ঞান,
বুদ্ধি দিয়ে কর্ম করলে
বাড়ে তাঁহার মান।
ভবে এসে মোহের বশে
করলে সময় ক্ষয়,
অসার হয় যে মানব জনম
জ্ঞানী জনে কয়।
হিংসা দ্বেষে থাকেন যারা
কলুষ ভরা মন,
পরের ভালো চান না কভু
ক্ষতির কারন হন
ভোগ বিলাসে আয়েশ ভরে
যারা মত্ত রয়,
দুঃখীর দুখে প্রাণ কাঁদে না
মানবতার ক্ষয়।
যার কৃপাতে এই ধরাতে
জন্ম খানা হয়,
তাঁর চরণে রাখলে মতি
সকল কাজে জয়।।