হাজার হাজার ঘোরে লোক
মানুষ কজন বল,
আগে নাকি লোকের চেয়ে
বেশি মানুষ ছিল।
মান ও হুঁশ, কজনের আছে,
ভেবে দেখো মনে,
বছর বছর লোক-গণনা,
মানুষ কজন গোনে?
হাত-পা থাকলেই হয় কি মানুষ
গুণ যদি না থাকে,
বিবেক-চৈতন্য ভাই থাকলে তবে
মানুষ বলি তাকে।
মানুষ নামে করে যারা
পশুর মত আচরণ,
মানুষ বলে নয় যে গণ্য
পশুরা করে বিচরণ।
মানুষ-ও নয়, পশু-ও নয়,
তারা যে জীব ঘৃণ্য,
মানুষ মনে পাবে না ঠাঁই
কোন দিনের জন্য।
মানুষ যারা মানব কল্যাণ
তাঁদের জীবন ব্রত,
সত্যম শিবম সুন্দরমের
সাধনা-ই চরম সত্য।