তুমিই আমার মানস প্রিয়া
হৃদ- মাঝারে থাকো,
রাত গভীরে চুপিসারে
কতোই সোহাগ আঁকো।
তোমায় দেখি মুগ্ধ হয়ে
পলক না যে পরে,
হাসলে গালে টোল পড়ে যায়
যেন মুক্তো ঝরে।
দখিন হাওয়া তুমি আমার
দোলা জাগাও প্রাণে,
বিষন্নতা সব যে ঘুচে
আবেশ জাগে ঘ্রাণে।
মন দেরাজে যতন করে
রাখা তোমার ছবি,
করবো তোমায় জীবন সাথী
তুমি আমার সবি।
বিশ্বাস আর প্রত্যয় আমি
তোমায় দিতে পারি,
তুমিই আমার জীবন জুড়ে
পরম প্রিয়া নারী।
গড়বো সুখের বাসা দুজন
প্রেম যমুনার তীরে,
হৃদ হরষে প্রেম পরশে
ভালোবাসায় ঘিরে।