স্নিগ্ধ শীতল প্রভাত আলো
রাতের স্বপন ভেঙে দিল ৷
জেগে উঠল নব চেতন
রক্তে লাল হল হৃদ স্পন্দন ৷
বিধাতা সৃষ্ট অবদান
বাঁচাতে পারে না নিজ মান৷
ভেবে দেখে না দিয়ে কান
সকলেই জাতি এক, একপ্রাণ৷
নিয়ত হয় রেষারেষি হানাহানি
নিঃশেষিত হয় প্রাণ,করে কানাকানি ৷
মাতৃ জঠরে সাঁতরে আলো
মানবতা দেখি ডুবে গেল৷
সমাজ কলুষিত বেহাল
সারি সারি শুধু ছড়িয়ে কঙ্কাল ৷
ফিরাতে হবে সমাজের হাল
ভেদাভেদ ভুলে হও আগুয়াণ ৷
তোল প্রতিবাদ তরী পাল
বন্ধ করতে নিত্য বলিদান৷
জগৎমাতার হয় না শূণ্য কোল
ধ্বনিত হোক মানবতার বোল ৷