আজকাল, ভাববার মতো
দুঃখ বলতে সেরকম কিছু নেই
তবে আমার দুঃখ হয়-
দুঃখ না থাকার জন্য।
আমাকে,
একবার মাতাল হতে দাও
ঈশ্বর
অনন্ত দুঃখের জন্য!
আজকাল, ভাববার মতো
দুঃখ বলতে সেরকম কিছু নেই
তবে আমার দুঃখ হয়-
দুঃখ না থাকার জন্য।
আমাকে,
একবার মাতাল হতে দাও
ঈশ্বর
অনন্ত দুঃখের জন্য!