বহু জন্ম পার হয়ে একই জন্মে আটকে আছি বহুদিন ।
এই জীবনটা কেমন ?
এর সদুত্তর অহেতুক বানাতে বলো না ।
সত্যই সুন্দর
— এ বোধ আত্মীকরণে আরও বহু জন্ম বাকি।
বিশুদ্ধ বিষাদের মতো শব্দহীন শত্রু আছে কেউ ?
স্মৃতির সেতুর নীচে বয়ে চলে
আনন্দের চুম্বন নদী ।
দু’এক আঁজলা গোলাপী আস্নান পেয়ে
ভরে ওঠে মন ।
বহুমুখী দৃশ্যেরা বহুরূপী ঢংয়ে
মধ্যবিত্ত রাত্রি যেন
মরে গিয়ে বেঁচে ওঠে রোজ ।
মাঝে মাঝে বেঁচে আছি
এটুকুই সুজন সংগমে পাওয়া সাহসী সংলাপ ,
বাকিটুকু আমাদের সন্ততি সব…
আর তুমি , আমি ও কিছু পাথুরে প্রশ্বাস ।