বাদলের ধারা সবে দিশা হারা
চায় যেতে ফিরে,
পারাপার করে মাঝি তরী ‘পরে
লোক ভীড় তীরে।
ঝড়ে তোলপাড় হয় ছারখার
মাঝি দাঁড় বায়,
যায় ছিঁড়ে পাল বেগতিক হাল
কূল দূরে হায়।
আষাঢ় গগনে গরজে সঘনে
গুরু গুরু রাশ,
সলিল বক্ষ লহরী লক্ষ
দুরু দুরু ত্রাস।
বিজুলি ঝলক ধাইছে পলক
ধরণীর কোলে,
উথাল পাথাল বাতাস মাতাল
তরী খানি দোলে।
যাত্রীর ভাড়ে নাও ঢলে ধারে
মাঝি মনে ভয়,
বলে উঁচু রবে সোজা রহো সবে
তবে বাঁচা হয়।
মল্লার গানে ঘাটে তরী আনে
যাত্রীরা সুখী,
বারিধার হ্রাসে মৃদু বায় ভাসে
চলে ঘর মুখী।