ভাবুকের মনে একটা নিজস্ব আকাশ থাকে
নক্ষত্রের সঙ্গে আলাপ করার আকাঙ্ক্ষা
আর অপুষ্ট মেঘ থেকে পুর্ণাঙ্গ বৃষ্টি হতে
না পারার এক আশ্চর্য অসমাপ্ত চুম্বনের আক্ষেপ ।
গতানুগতিক ভোর হাঁটে ঐতিহাসিক আলোর সন্ধানে ।
মাঝে মাঝে মাঝারি স্বপ্নের মশা
কুটুস করে কামড়ে জাগিয়ে তোলে
এক অনন্ত মশারির ঘুম ।
বিচিত্র ভাবনার পাহাড়ে দন্ডীপাক খেতে খেতে
জীবনের সহজ পাখায় জমে জটিলের জট ।
নিতান্তই সাদাসিধে সংসারী সাধারণ
কিছু খুচরো সুখের টুকরো জমিয়ে
দীঘার দিঘীতে সমুদ্রের সাঁতার মিশিয়ে
থৈ থৈ আনন্দের তা তা থৈ থৈ ।
আমি সারা গায়ে ফাগুন জড়িয়ে
আকাশের কানে খুঁজি অনুষঙ্গ কুহু ।
অর্বাচীন দৃষ্টিজলে আগুন দ্বিগুণ হয়ে জ্বলে ।