শীতের দিনে মাঘের ভোরে
যাচ্ছে নিয়ে কাঁধে করে
খেজুর রসে কলস ভরে
শিশির ভেজা পথ ধরে।
যাচ্ছে ভোরে দূর দেশে
হেঁটে হেঁটে হেঁকে হেঁকে
মাঘের শীতে খেজুর রসে
জুড়াও প্রাণ এক চুমুকে।
বাতাস বয় রসের বাস মিঠে
খেলে পাবে তার মিষ্টি স্বাদ
বাঙালির ঘরে গুড়ের পিঠে
আগুন পোহায় শীতের রাত।
সবুজ ঘাসে ভোরে শিশিরকণা
কত অতিথি পাখির আনাগোনা
আমন ধান কৃষাণের গোলায়
আসে মাঘ নেয় পৌষ বিদায়।