তুই হাসলে গালে পদ্ম ফোটে
আরো ভালো করে দেখলে
তুই নিজেই দুরন্ত খরগোশ
অজান্তেই
চাবিগোছা কবেই কোমরে নিয়েছিস বেঁধে
মেপে স্বপ্ন আসে ত
ময়লা সময়গুলো
কোন সাবান দিয়ে কাঁচলে সাদা হয় বলবি?
বাদ দে
লঙ্কা বাঁটার ঝাঁঝ যত
আচ্ছা
তোর ঐ ২৮ নাম্বার কানের দুলটা
তৈরি করতে আরম্ভ করেছিস?