পৃথিবীর এরঙ্গশালায় বারে বারে
একই সিংহাসন নবরূপে নবজন্ম
করেছে গ্রহণ!
দেশ নয়,দশ নয়, সিংহাসন-মোহ
বড় হয়ে দেখা দেয়।
দুর্যোধন কিংবা আওরঙ্গজেবেরা
জনতার প্রেক্ষাগৃহে ঈশ্বরের নামে
শপথ নিয়ে দেশ-ভক্তির
অদ্ভুত অভিনয় করে!
শকুনির পাশার চালে নতুন দাবার
ছকে আজ ও কিস্তিমাত।
মহাভারতের কথা আজও
অমৃত সমান।
দিকে দিকে দ্রৌপদীরা লাঞ্ছিতা হয়,
দুঃশাসনের দল কেড়ে খায় দ্রৌপদীর লাজ!
শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র আজ বিকল !
ধৃতরাষ্ট্রের মত অন্ধ রাষ্ট্রপিতারা
বসে আছেন দু’চোখ বন্ধ করে!
নির্বাসিত ধর্মরাজ মনের নির্জনদ্বীপে
কাঁদে সংগোপনে!
এ মহা -ভারতে শকুনি পাশার চাল
আজ ও বিদ্যমান।