ত্রিভুবনের সৃষ্টিকারী
মহান প্রভু হয়,
জগৎ মাঝে সকল কাজে
তাঁর দৃষ্টি রয়।
অমল মনে সদাই তিনি
করে থাকেন বাস,
ন্যায় ধর্মে করলে কাজ
দানেন কৃপা রাশ।
কর্মগুণে রাজা ফকির
দুনিয়া মাঝ হায়,
পাপ কর্মে কষ্ট যত
কর্ম হেতু পায়।
পৃথ্বী ‘পরে জন্ম নিয়ে
সুখের তরে কেউ,
অসৎ কাজে লিপ্ত হলে
ভালে মরণ ঢেউ।
জীব সেবায় রইলে মেতে
করলে ভালো কাজ,
তৃপ্ত হয়ে মহান প্রভু
দানে স্বর্ণ তাজ।