পথের ধুলোয় বাতাস ভারী হয়ে এলে
আরও ভারী হয়ে ওঠে সারিবদ্ধ পায়ের আওয়াজ
স্মৃতি-বন্দি সময়ও ক্রমে পথে পা বাড়ায়
ক্রমশঃ দীর্ঘ হতে থাকে মিছিলের সারির মতো
স্বপ্ন,কল্পনা,আশা, উৎকন্ঠা ও জীবনের আকুলতা
নিবিড় হত থাকে সম্পর্ক ও সহবাস
আর সুরে সুরে অসংখ্য স্বর এসে মেশে দৃঢ় প্রত্যয়ে
আল্পনায় আঁকে দীর্ঘ যাত্রার অভিমুখ
এভাবে কতদিন আর এই স্বপ্ন দেখা
কতদিন আর এই স্বপ্ন দিয়ে স্বপ্নসিঁড়ি গড়া !
এখন বেঁচে থাকা ঘিরে অবিরাম যুদ্ধ
আর অসম্ভব চাপা চাপা শ্বাস
এখন চারপাশ ঘিরে নিঃশ্বাসের তপ্ত হাওয়া
ও ধ্বস্ত পৃথিবীর চূর্ণ কোলাহল ক্রমাগত
এসময় তাকেই অনিবার্য করে নিতে হয়
যা পথের জরুরী সংকেত ও সাহারা
এই সংকেত ও সাহারার ভেতর ক্রমাগত
ক্ষুধার্তের জন্ম ও পুনর্জন্ম
ও সমূহ প্রস্তুতির গোপন খুটিনাটির মহড়া
আর এই মহড়া ঘিরে বাতাসে বেজে যায়
“আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশ”…।