মশা তুমি বড্ড জ্বালাও
হূল ফুটিয়ে রক্ত খাও
না পেলে বসতে গায়ে
গুনগুনিয়ে গান শোনাও।
তাড়িয়ে দিলে আবার আসো
নোংরা জায়গা ভালোবাসো
পেটটি তোমার ভরে গেলে
বিশ্রাম নিতে দেওয়ালে বসো।
আয়ু তোমার কতদিন
দুই দিন? না আড়াই দিন?
চাপ্পড় মারার পরে তুমি
ভুলে যাও সব ঋণ।
মশা তুমি বড্ড জ্বালাও
হূল ফুটিয়ে রক্ত খাও
না পেলে বসতে গায়ে
গুনগুনিয়ে গান শোনাও।
তাড়িয়ে দিলে আবার আসো
নোংরা জায়গা ভালোবাসো
পেটটি তোমার ভরে গেলে
বিশ্রাম নিতে দেওয়ালে বসো।
আয়ু তোমার কতদিন
দুই দিন? না আড়াই দিন?
চাপ্পড় মারার পরে তুমি
ভুলে যাও সব ঋণ।