মাঠের মাঝে বিশাল জলসা
মশা মাছি গল্প করে,
পুন পুন ভন ভন নানা শব্দ
ডেঙ্গু নাকি ঘরে ঘরে।
মশা বলে দুঃখ করে
মোদের রক্তচোষা বলে,
করছি আমরা প্রতিবাদ তাই
মারছে মানব নানা কলে।
মাছি বলে পাকা ফলে
ঘোরাঘুরি একটু করি,
তাতেই নাকি কলেরা গো
যাচ্ছে শত মানুষ মরি।
আমরা ক্ষুদ্র হলেও দেখো
সত্যি কত বিপদ ঘটে,
মানব জীবন দুর্বিষহ
সবাই যাচ্ছে দেখি চটে।
চারিদিকে ব্লিচিং ছড়ায়
মাছির তাইতো দেখো কষ্ট
নানারকম কয়েল জ্বলছে
মশার জীবন হচ্ছে নষ্ট।