দু’চোখ বুজে আসে আচ্ছন্ন ঘুমে
ঘুমের মধ্যে আড়মোড়া ভেঙে তুমি ওঠে বসো
আমার দীর্ঘ স্বপ্নে
যেখানে ওই স্বপ্নের মুহূর্তগুলোই নিমেষে কবিতা হয়
আর তোমাকে নিয়ে উৎকন্ঠাগুলোরও জাগে
শব্দের আকুলতা
এই অনন্য অনুভূতিগুলোর শিহরণ কখনও
থেমে থাকে না, আরও স্পর্শকাতর হয়
আমি এই সময়ের অবরুদ্ধ জীবনের কবিতা
তোমাকে শোনাব বলে স্বপ্ন চোখেই জেগে থাকি
উৎকর্ণ থাকি তোমার নিভৃত বুকে মাথা রেখে
শুনতে থাকি সাম্যের মন্ত্রোচ্চারণ
বীণা ও বাঁশির সুরে শিকল ভাঙার গান
অতপর কল্পনার অনন্ত আকাশ ক্রমশ
স্বপ্নের অনন্ত উঠোনে নেমে এলে
বাতাস চেতনার আঁকিবুকি কাটে মাটিতে
আমার চোখের জলে ভেসে ওঠে তোমার
তেজদীপ্ত মুখ ও চোখের উজ্বল প্রতিবিম্ব
প্রতিবিম্ব ঘিরে জীবনের অন্তহীন মর্মর ।