বন্ধু আমায় কিনে দিছে
টাচ টেলিফোন
হঠাৎ করে কল মারে সে
যখন তখন।।
কয় দিন হলো বিদেশ গিয়া
ভুলে গেলা নি
কাজের ফাঁকে কেঁদে হয়রান
হই পাগলিনী
আসবে তুমি পৌষের আগে
উতাল পাতাল মন।।ঐ
(হঠাৎ করে,,,,,,,, তখন।।)
ঘুমের ঘোরে স্বপ্ন দেখি
তুমি আমার পাশে
মনের যতো গোপন কথা
লাজে মরি হেসে
ঘুম ভেঙ্গে যায় গভীর রাতে
পেয়ে তোমার ফোন।।ঐ
(হঠাৎ করে,,,,,,,,,,, তখন।।)