ময়রা খুড়ো হলেও বুড়ো
তেঁতুল ভালবাসে,
বেদম কাবু সর্দি জ্বরে
দিনেরাতে কাশে।
ঘন ঘন হ্যাচ্চো রবে
ছাড়ে খুড়ো হাঁচি,
হাঁচির ছিটা গায়ে পড়ে
মরে শতেক মাছি।
রাতের ঘুমটা ভাঙ্গতে খুড়ি
মারেন গুঁতো তাকে,
গুঁতোর চোটে বেড়োয় হাঁচি
মাছি বসে নাকে।
রেগে আগুন হয়ে খুড়ো
সপাট বসান নাকে,
শব্দ শুনে আঁতকে মাছি
পড়ে মিষ্টির পাকে।