মাটির বনেদি গন্ধ পাশের উঠোনে,
আনাচে কানাচে আর দিগন্ত রেখায়
আকাশ নেমেছে হাতের মুঠোয়
অথচ প্রতিভূমিকায় উঠে দাঁড়াতে আমরা
এখনও হয়ে আছি পরমুখাপেক্ষি…
দেখছি সারি সারি প্রদীপ্ত মুখ,উদ্বেলিত
চৌকাঠ পেরিয়ে পায়ে পায়ে ধেয়ে আসতে চাইছে
একে অপরের কাছে আত্মবলয়ে
আমরা কি প্রস্তুত সবাই যারা ঘর ছাড়তে চেয়েছি,হতে চেয়েছি পথিক !
পথের ধুলোয় চোখে পলক পড়ুক আমাদের
কাটুক দ্বিধা দ্বন্দ্ব যত সংশয়
সময় সব সময় তো আর সময়ে আসেনা
আর কখনও আসবেও না
ফিরে তাকাও,দেখো,কী ভীষণ এলোমেলো হাওয়ায়
জড়াছড়ি করে হেলে পড়ছে পুরনো বটের ছায়া
খসে খসে পড়ছে হলুদ পাতা
তবুও পথে প্রান্তরে অসংখ্য পদশব্দ, ভাঙচুর শব্দময়তা
কোথাও ধুলো উড়ছে,তুলো উড়ছে আর
ছড়িয়ে পড়ছে পথিকের উল্লাস,হুল্লোড়
গানে গানে উচ্চকিত যুদ্ধের দামামা
যেন চারপাশে একটা নতুন স্বপ্ন বয়ে যাচ্ছে স্রোতে
দিগন্ত রেখায় আকাশ নেমেছে হাতের মুঠোয়
আর আকাশের গ্ৰহ নক্ষত্রগুলো ছুঁয়ে ফেলার জন্য
যে যার মতো পথিকেরা নেমে আসছে নিজস্ব উঠোনে
ময়না তদন্ত হচ্ছে সকলের পিছুটান
তারপর নতুন এক সময়ের দিকে যাওয়া ।