মন পিঞ্জিরায় বন্দি আছে
আমার অচিন পাখি,
উড়াল দিয়ে যাবে যখন
খুলবে না আর আঁখি।
মানে নাকো খবরদারি
নিজ খেয়ালে চলে,
ছাড়লে পাখি মন পিঞ্জিরা
জীবন পড়ে ঢলে।
নিত্য নতুন মন পিঞ্জিরার
খোঁজে পাখি থাকে,
নতুন নতুন দেহ খাঁচায়
রঙিন স্বপ্ন আঁকে।
পাখি যখন বসত গড়ে
মন পিঞ্জিরায় রাজে,
ভালোবাসার পরশ পেয়ে
মন খুশিতে সাজে।
পরাণ প্রিয়া পরাণ পাখি
থাকলে মনের ঘরে,
খুশির রোশনাই জ্বেলে সবাই
প্রভুর স্মরণ করে।