ভালোবাসা সে তো শব্দজব্দ ,,
পিট্যুইটারির খেলা |
মন্দ ভালো সাদা কালো ,,
রঙিন দস্তানা ||
গড়ছে কতো বেহিসেবি ,,
অলীক তাজমহল |
স্বপ্নের লাশ গিঁথবে বুকে ,,
যখন ভাঙবে সুখ স্বপন ||
ঘুন ধরেছে ভালোবাসা ,,
ঝাঁঝরা পরকীয়ায় |
ওপর ওপর ঝাঁচকচকে ,,
ভিনদেশী পিয়ায় ||
ভালোবাসা সে তো শব্দজব্দ ,,
পিট্যুইটারির খেলা |
মন্দ ভালো সাদা কালো ,,
রঙিন দস্তানা ||
গড়ছে কতো বেহিসেবি ,,
অলীক তাজমহল |
স্বপ্নের লাশ গিঁথবে বুকে ,,
যখন ভাঙবে সুখ স্বপন ||
ঘুন ধরেছে ভালোবাসা ,,
ঝাঁঝরা পরকীয়ায় |
ওপর ওপর ঝাঁচকচকে ,,
ভিনদেশী পিয়ায় ||