জানা-অজান্তে জড়িয়ে রেখেছো জিন
শারীরিক সুরে মনের সরোদে ধুন ,
ঊষরের ভীড়ে উর্বরা আলো মেলে
বিজনে বুনেছো বারোমেসে গুনগুন ।
আসা-ভাসা ফাঁকে ভরেছো যুবতী নদী
নদীর নাভিতে স্মৃতির অমরাবতী ,
যতই বাড়ুক বয়সী গ্রীবায় ভাঁজ
বিরহের প্রেমে স্থির চুম্বন গতি ।
এগোনো পেছোনো সময়ের অভিঘাতে
হতে পারে তবু সত্য সমনে গাঁথা ,
মনে পড়বেই সুধা অমলের ডাকে
মৃত্যুর বীজ জীবনের ক্ষেতে পাতা !