মনের মিলে খুশির ঝিলে
সাজটা রাজা রানি,
কত রকম বকম বকম
করে ওরা জানি।
মেলায় যাবে জিলিপি খাবে
চড়বে নাগর দোলা,
হাওয়া মিঠাই খাওয়াটা চাই
ভাবছে ময়না ভোলা।
পাগড়ি মাথে পাঞ্জাবী পাজামাতে
নাগরিক জুতো পরে,
হাসি মুখে ভোলা সুখে
ময়নার হাতটি ধরে।
ফুলপরী সাজ অঙ্গেতে আজ
ময়না যেন পরী,
ভারী সুন্দর রূপ মনোহর
দেখি নয়ন ভরি।
বলছে ভোলা আনবে ঝোলা
সান্তা বুড়ো রাতে,
সবার তরে উপহার ভরে
রেখে যাবে সাথে।
বড়দিন এলে মনটা মেলে
খুশি সকল শিশু,
পরম পিতা সবার মিতা
সবার মনে যীশু।
স্বপ্ন নামে ভোলা ময়নার
সান্তা কখন আসে,
খেলনা গাড়ি রাখবে সারি
চুপটি করে রাশে।