শীতল শেকড়ে জিরোতে গিয়েছো একা
বীজের বাগানে ছায়ার চাঁদোয়া তুলে !
মেঘহীন রাতে বৃষ্টির সাথে দেখা
চনমনে চানে মাতালিয়া মাস্তুলে !
প্রকৃতির পাখা মেলেছো কখনও ভীড়ে
পিচ-ডোবা জলে সাগরের কল্পনা !
শহুরে চাঁদের নিয়নের বাঁধ ছিঁড়ে
আদিম আকাশে তারাদের আল্পনা !
বয়সের মেদ গলিয়ে ছড়িয়ে বনে
বন্য নাভিতে পেতেছো তণ্বী নদী !
ঋতুভুলো শত শিশিরের চুম্বনে
শুকনো শিরায় শ্রাবণের সম্বোধি !
মনের মঞ্চে স্থানাভাব নেই , কবি
ধ্যানে পেলে কুটো হতে পারে রাজবাড়ী ।
প্রেমিকের বুকে প্রেমিকার এক ছবি
দুজনের দ্বীপে কখনও হয় না আড়ি ।