যখন আমি চুপটি করে
একলা থাকি বসে
ভাবনারা সব মনের ঘরে
আপনি ছুটে আসে।
যা দেখি তাই তো ভাবি
মনে আঁকি তার ই ছবি
কাব্য রসে যাই মজে
ঘুরি কবিতার ই খোঁজে।
পড়ুক সবাই করি কামনা
সমাজ নিয়েই রচি ভাবনা।
জাগুক সবার মানবিক চেতনা
দূর হয়ে যাক সামাজিক যাতনা।
পাঠক যদি নাই বা পেলাম
সৃজন করেই ব্যর্থ হলাম
লেখনীর মত শক্ত চাবুক
বাঁচাতে পারে সমাজের বুক।
ভাল মন্দ ঠিক বিচার করে
যথাযথ মন্তব্য দিলে পরে
লেখার ইচ্ছা যায় যে বেড়ে
প্রতিভা নেবে মনটা কেড়ে।