অস্পষ্ট থেকে স্পষ্টতর বিন্দুর সাতকাহন,
তুই ছুঁয়ে আছিস মন কবিতার অক্ষররেখায়;
জোনাকি উদ্ভাসে ভাঁজ খোলে তিমির আঁচল,
নিখুঁত উচ্চারণে আমার পথভোলা মন খুঁজতে চায়নি কোজাগরী……
ছায়ার গভীরে অনর্গল খুঁজি এক পশলা রোদ্দুর,
এতদিনের সঞ্চিত অভিমান আজ যেন নিরর্থক বোবাকান্না,
অযাচিত বৃষ্টি শেষে তবু সত্বা জুড়ে রংধনুর প্রতিবিম্ব………
লেপ্টে আছিস অগভীর গভীর ঘুমে চেতনায়,
অগলিত পাললিক শিলা ছুঁয়েছিস বারবার,
আমি ঘুমিয়েছি নির্লিপ্তে, পাশ না ফিরে নিশ্চিন্তে….
ভাবনার স্যাঁতসেঁতে দেয়াল বেয়ে উঠে আসে প্রলেপ খসা সিক্ততা,
মনের ভেতর খুঁজে চলি মনের হদিস,
জাবর কাটে জাফরি কেটে মিহিন আলো ,
তোর মুখ বেয়ে পিছলে পড়ে অযুত ধূলিকণা……
শোন তবে,
আমাকে ভালোবাসতে পারলে জানবো তোর এলেম আছে……..