এবার দারুণ শীতে,শব্দগুলো জমে গেছে
বর্ণগুলো আলাদা করা যাচ্ছে না কিছুতেই
জোর করলে ভেঙে যাচ্ছে স্পষ্ট,
আমি তাই বর্ণ বৈষম্যে ভুগছি,সে এক অদ্ভুত কষ্ট।
কষ্ট শুরু জন্ম থেকেই,নাকি তার পরে?
মনে পড়ে,সব মনে পড়ে
শীতের রাতে ছেঁড়া কাঁথায় হিম আঁধারে,
কষ্টে শুধু বুকের ভিতর গেছে পুড়ে।
এভাবেই যদি বিশ্বাস সব জীবনের
একদা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে
কষ্ট এসে জমা হয় বিষাদের ঘরে,
তখন আপন থাকে না কেউ আর
সকলেই হয়ে যায় পর।
বিষাদ কোথায় থাকে,কোথা তার ঘর
এ কথা জনে না কেউ,
মনমাঝি ছাড়া,
কোথা থাকে ওরা।