পাথরের চোখের চেয়েও চৌকস দূরদৃষ্টি নিয়ে
অন্ধকার ঘেঁটে ঘেঁটে হেঁটে গেছি আমি
এতদিন গন্তব্যহীন এক দীর্ঘ পথ
থমথমে অসম্ভব নির্জন নিস্তব্ধতার মুখোমুখি
ভীষণ এক অসহায় অন্ধ মানুষের মতো
দূর দৃষ্টিও আমার বিনিদ্র প্রহর কাটিয়ে
সেই দীর্ঘ পথ অতিক্রম করতে করতে
আর হোঁচট খেতে খেতে ছুটে গেছে
সেই পথ থেকে আরও এক অন্তহীন পথ
যতক্ষণ না পেয়েছে স্থির গন্তব্যের ঠিকানা
এই দূর দৃষ্টিও কখনও কখনও স্বপ্নমগ্ন হয়
আবিষ্ট মন কখনও হয়ে ওঠে যদি
একান্তই মননশীল স্বভাবী… ।