মনকে আজ দিয়েছি উড়িয়ে,
দিলাম বাতায়ন খুলে –
যাক ভেসে অনন্ত আকাশের দিকে,
বন্ধনহীন চেনা গণ্ডী ছেড়ে
চলে যাক অচেনা কোন দূর দেশে।
আমি নীরবে বসে আঁচড় কাটি মনে মনে,
পুরাতন প্রিয় স্মৃতির ঝাঁপি খুলে!
যেখানে বাঁধা আছে
আমার ভালোবাসার বিশ্বাস নাভিমূলে।
সাগর নদী, চিরসবুজ অরণ্য,
সব ঘিরে থাক, আমায় দিক সাথ,
থাকুক মিশে প্রাণে মনে
বিশ্বাসের হোমানল শিখায় প্রজ্বলিত হয়ে।
খুঁজে বেড়াই সেই নবকুমার আর কপালকুন্ডলাকে,
গহন অরণ্যে পথ ভুলে দুজনের হবে দেখা –
কোন কাপালিক রবেনা যেথা,
হৃদয়ে হৃদয় যাবে মিলেমিশে একাকার হয়ে।
মনের আকাশ ঘিরে কালো মেঘ
উড়ে এসে টানল কখন ভাবনায় খেদ,
হঠাৎ পাওয়া ঝড়ের পূর্বাভাসে
পড়ল প্রেমের কবিতায় দাড়ি,কমা যতিতে ছেদ।
বিরহী মেঘ কন্যারা বলল নেমে এসে
আমাদের কেন দিয়েছো বাদ !
আমরাও থাকতে চাই তোমার ওই সপ্ত রঙের রামধনুকের স্নেহের আঁচলে বাঁধা।
না! কোন ঝড় নয়, নয় কোন বিদ্যুৎ চমক!
শুধু থাকতে চাই কবিতার পাতায় পাতায়
চাই মৃদু ধারায় ঝরে পড়তে-
টুং টাং ঝর্ণাধারার মত,
নেবে কি আমায় তোমার স্বর্ণ রথের চুড়ে?