সজল সঘন ঘন বরষায়
ভরে খাল- বিল- ঘাট,
বাদল দিনের মহফিলে বসে
ভেকের সুরের হাট।
একটানা লয়ে সাধছে সকলে
দরবারী— তালে তালে,
গুরু গুরু মেঘ গুমড়ি গগনে
অবিরল ধারা ঢালে।
সারা দিন রাত আসর জমাট
পুকুর , খালের ধারে,
প্রাণ খুলে আত্মহারা আজ
ভেকেরা যে সারে সারে।
ঝরঝর ঝরে বরিষন
আনচান করে ভেকেদের মন,
অনুরাগের আবেশে তুলে
গেঁঙর গেঁঙর সুরটি তখন।