ঘুমহীন চোখ জুড়ে স্মৃতির মন্থর বাতাস,
ভাবনাগুলো আটকে থাকে ক্যাঁকটাসের কাঁটায়,
চশমার পুরু কাঁচ স্বীকার করে নেয় বাস্পের আধিপত্য,
নিছক এক ঝোড়ো হাওয়ার সাথে হতে পারে সহবাস,
বন্ধ্যা আলোর পথ ত্বরান্বিত করে জোনাকির রেশ,
যতি চিহ্নের পরেও পড়ে থাকে অব্যবহৃত কিছু শব্দ……..
অনুর্বর চিলেকোঠায় আঁধারের বসতি অনেকদিনের,
সেই কবে হলুদ বসন্তের মৃদু সমীরণ ছুঁয়েছিল বৈরী মন,
পলাশ পলাশ ফাগুন মাস নেচেছে বাউল গানে,
মনছোঁয়া পথচলা ছিল সমান্তরাল রেখা বরাবর,
অক্ষয়বৃত্তে তবু অজান্তেই রয়ে গেছে ফাটল।
অলস দুপুর শুষে নিচ্ছে তেজোদীপ্ত রোদ,
আধবোজা চোখে বেশ খেলা করে ইতিউতি ভাবধারা,
টুক করে ঢুকে পড়ে দমকা রমনীয় বাতাস,
অহোরাত্র জুড়ে কেবলই ঠিকানাহীন গন্তব্যের মগ্নতা…