ছেলেদের মগজ ধোলাই ,করছে শুধু বউয়েরাই
মা-বাবা,সেতো ভাগ্যের চাকা
আমার ভাগ্যকে এগিয়ে দেবে
অতঃপর জায়গা হবে একদম ফাঁকা।
মানবতার নেই’যে বালাই
ছেলেদের মগজ ধোলাই,করছে শুধু বউয়েরাই।
সময়ের বেড়াজালে,পিঠ থেকেছে আজ দেয়ালে
বাবা-মায়ের দেয়া বাল্যকালের বাল্যকথা
যত্ত সব,ওসব নাকি বুজরুকী আজ
এই নিয়ে তার মাথাব্যাথা ।
কি আর করব ভাই ,যুগের হাওয়া লেগেছে তাই
ছেলেদের মগজ ধোলাই ,করছে শুধু বউয়েরাই।