আয় মন, ঘুরে আসি সীমাবদ্ধতা ছাড়িয়ে ,
পথভোলা পথিক বসে থাকে প্রতিটি মনের গভীরে,
মেঠোপথে উদাত্ত বাউল গান ধরে বাতাসের নিঃশ্বাসে,
পৃথিবীর এই মুক্তাঙ্গনে ধ্যানমৌনী পাহাড় ডাকে ফিসফিসিয়ে,
‘আয় আয়’ ধ্যানস্থ হই বিশ্ব চরাচরে…….
চারদেয়ালের কলরব নিভৃতেই রয় থমকে,
নোনাজলের ধারা মিশে যাক সমুদ্রের অতলান্তিক গভীরতায়,
হৃদয়ের ভাঁজে জমুক দূষণমুক্ত স্বাধীনতার কথা,
পাখির ডানায় ভর করে নির্ভীক বাঁধনহারা উচ্ছ্বাস,
গ্রীষ্মের খরতাপে স্নায়ূ সত্ত্বা জুড়ে শীতলপাটি সুখ ।
প্রকৃতির ছোঁয়ায় ঋতুর সুনিপুণ আলোছায়ায় মুক্ত জীবনানন্দ,
ঋণভারে নত থাকে যাবতীয় আত্মিক ঐশ্বর্যের বৃত্ত,
ধন সম্পদ বৈভব খোলামকুচি বৈ তো নয়,
নিজের সাথেই চলে নিজের সৃষ্টির সাথে বোঝাপড়া,
আয় মন, নিজের কাছেই হারাই নিজেকে……..