ও মেয়ে কেমন আছিস?
নতুন করে জন্ম নিক চাঁদ
তোর কপালে
শূন্য কপাল ভালো লাগেনা আমার
চুমু আঁকব ঠোঁট-তুলিতে
একটা পাহাড় এনে দেবো
তোর হাসি ঢালিস
-আমি ঝর্ণা ভালোবাসি
পাখির পালক সাজানো থাকুক
তোর সারা গায়ে
আমার চোখের জন্য শীতল সরবত
ও মেয়ে
তোর আঁধার জোড়ো ক’রে
আগুন তৈরী কর –
অস্ত্র বানাবো
কারাগার ভেঙে
ভোরের সবুজ বাগান বানাবো
প্রতিটা বৃন্তে
একেক টা নতুন ভোর
চেটেপুটে নিস জীবন তখন
তোর শূন্য এঁটো থালায়
পৃথিবীর নিস্পাপ হামাগুড়ি দেখব