শীতের পূর্বাভাসে ভোর হয় নিঃশব্দে–
দূরে অসীম আকাশে আবির ছড়িয়ে পড়ে গোলানো।
উদীয়মান নবার্ক ধীরে আলো
ভরায় দিগন্তে;
টুপটাপ শিশির ঝরে পড়ে, ঘাসের আগায়।
কুয়াশাচ্ছন্ন দিনে সহসা মিঠে রোদ্দুর আলো ছড়ায়!
ভোরের স্নিগ্ধ আলোয় হেসে ওঠে ধরিত্রী—
সুদূরের পানে চাইলে আবছা দেখায় চরাচর।
এক আশ্চর্য সুন্দর অনুভূতিতে
মন ভরে যায় কুয়াশার ঘেরাটোপে!
প্রকৃতি সেজে ওঠে অনাবিল আনন্দে।
মৌন-মুখর আলাপনে পাখির কাকলি ভেসে আসে মুহুর্মুহু!
নাম -না-জানা কত ফুল– পাপড়ি মেলে কুয়াশার শীতল
পরশে ভীরু বুকে!
ভোর এক মিষ্টি, আনন্দ-মুখর
সময়কাল !
কুয়াশামাখা মধুর নিস্তব্ধতা বিন্দু বিন্দু খুশি বিলায়।