ভূতের গল্প বলব এবার
দুষ্টুমি আর নয়,
চুপটি করে শোনো তবে
পাবে নাকো ভয়।
ছেলের ঘরের নাতি পুঁতি
দুষ্টুমিতে বীর ,
ভয়ে দেখি এদিক ওদিক
ঘুরায় তাদের শির।
হাঁদা ভোঁদা নন্টে ফন্টে
ভূত হয়েছে তাই,
নারায়নদা ওদের নাকি
করেছেন বাই বাই।
হাঁদা ভোঁদার আত্মা নাকি
খেতে আসে আম,
নন্টে ফন্টে ফন্দি করে
পারছে গাছের জাম।
মংলি নাকি সীম গাছেতে
পারে গাছের সীম,
প্রেতাত্মারা বাগান জুড়ে
কাঁদে ছোটা ভীম।
কাল্পনিক সব চরিত্রেরা
মোদের বাড়ি বাস,
নাতি নাতনী ভয়ে জুজু
বাগান যাওয়া ত্রাস।