আমি বাঁধতে পারিনি ভালোবাসা দিয়ে
রাখতে পারিনি হৃদয়ে
আমি বুঝতে পারিনি অস্ফুট সে কথা
যা বলতে চেয়েছো আমারে
আমি ডুবতে পারিনি হৃদয় গভীরে
নাইতে পারিনি আঁখি জলে
আমি বুঝতে পারিনি না বলা সে কথা
যা বলতে চেয়েছো আমারে
আমি উপহাসে দিন করেছি যাপন
স্থাবকের সমাবেশে
আমি সব ভালো ছেড়ে মেতেছি শুধুই
অন্যায় উল্লাসে
আমি অজ্ঞানে শুধু কুড়িয়েছি নুড়ি
আসল রতন ছেড়ে
আমি পুতি দিয়ে শুধু গেঁথেছি মালা
আসল মুকুতা ফেলে
আমি পরের মাঝেই খুঁজেছি আপন
আপনকে দূরে ঠেলে
আমি বুঝতে পারিনি অস্ফুট সে কথা
যা বলতে চেয়েছো আমারে
দিন শেষে হায় চেয়ে দেখি আজ
নেই যে আমার কিছুই
হারায়েছি আমি যা কিছু আমার
নিজের বোঝার ভুলে।