কতগুলো খিল দেবে বহুমুখী মনের মন্ডপে !
তোমার অজানা দ্বার হাটখোলা
ভেসে আছি নানা কোণে ,
কুলকুল কীভাবে থামাবে ?
দপদপ নাড়ি নিভে গেলে
আবারও জন্ম নিই নাভির ভিতরে ।
রক্তবীজ , রক্তনালি , রক্তজল , রক্তভ্রূণ…
মিছিল উৎসব মিলে অন্ত্যমিল কোথায় লুকোবে !
নিজের সংলাপ ঘোড়া পিছোও এবার ।
ভাবো ভাবো ভাবনার সারি
শাড়ি মেলে উড়েছে আকাশে ।
অতীতের সত্য শ্বাস মায়াপথে ফেলে
এগিয়ে এসেছো এতদূর ।
সামাজিক যুক্তির অর্বাচীন ইরেজারে
বিগত সত্য দৃশ্য মুছে মুছে এলেও
অভিশপ্ত ছায়াছাপ তবু সত্য থাকে ।
সাম্প্রতিক সংযমী ,
পিছনের ইচ্ছুক ভুলের পিঠ
যতই টন টন সোডার সমুদ্রে কাচো ,
স্মৃতির সততা তাপে
প্রতিটি ভালোলাগার স্বর্ণপল
খাদের কিনারে এসেও কখনও
মিথ্যের মুখোশ ছোঁবে না ।