পদ্মা নদীর পার ঘেঁষে এগিয়ে আসছে আশ্চর্য এক ভাষা তরী
দূর থেকে অনুরণন হয় ‘অ এ অজগর আসছে তেড়ে, আ এ–
শতচ্ছিন্ন পালে বাতাসের ভানুমতির খেল
ঢাকঢোলের শব্দে তরীতে সতী চলেছে সহমরণে।
মনি মুক্তা পরিহিতা রমণীর দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে বর্ণপরিচয়ের ধারা,
গলায় সীতাহারের সঙ্গে শোভা পায় কেবল কথামালা।
সারা শরীর জুড়ে সহজপাঠের পট আঁকা অবগুণ্ঠন,
আলো আঁধারির বিশ্বজুড়ে বিদেশি ভাষার নিয়ন মোহ
ধাঁধিয়ে যাওয়া চোখ আর তালা লাগা কানকে যে উপশম এনে দেয়,
শান্তির গালিচায় যে বরাবর দিয়ে এসেছে চরম সুস্থিতি
সেই বাংলা ভাষা চলেছে আজ সহমরণে।
আমোদী ব্রাহ্মণের মতো তীরে বসে হাতছানি দেয় বিদেশি ভাষার ওজঃ
বুদ্ধিজীবী বাঙালি চিৎকার করে বলে ওঠে ‘বলি মরলো টা কে?’
কার সঙ্গে সহমরণে চলেছে আমাদের মাতৃভাষা, প্রাণের ভাষা-বাংলাভাষা?
‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’।।