বসন্তে নেই মানা, মেলতে ইচ্ছে ডানা
কিংশুক লালে লাল
আকাশ রঙের নীল,একটা শঙ্খচিল
তির তির কাঁপে পাল।
পালতোলা সে নাও,মনের সুখে গাও
জীবনমুখী গান
একটা কোকিল ডাকে,কৃষ্ণচূড়ার শাখে
জুড়ায় উদাস প্রাণ।
প্রাণের কথা শোন,ওরে পারুল বন
ঝিঁঝিঁ পোকার শাড়ি
জোনাক মিটি জ্বলে,রাত তারারা বলে
মেঘের সাথে আড়ি।
আড়ির বাড়ি যাব, একলা যখন পাবো
স্বপ্ন মেখে গায়
পরিচিত সেই বোল, মাতৃভূমির কোল
কোন সে অজানায়।
যে জানাটা ভুল, আগুন রঙের ফুল
ছড়িয়ে হৃদয় মাঝে
অচিন কোন পাখি, মীরার ভজন আঁকি
কুলায় ফেরে সাঁঝে।
সাঁঝের প্রদীপ জ্বালি, দুই হাতে দিই তালি
গ্রামের আপনজন
ফিরি কিশোর বেলায়, নদীর পাড়ের মেলায়
চঞ্চল হয় মন।
মনের মত লিখি, দিন রাত্তির শিখি
আলোর আর এক নাম
ভালো রাখে যারা, কষ্টে থাকে তারা
অমূল্য যার দাম!