আজকের দিনে হঠাৎ করেই মাথার ওপর থেকে
ছাদটা সরে গেল
খোলা আকাশের নিচে রোদ, ঝড় বৃষ্টিতে
অসহায় হয়ে পড়েছিলাম
কোথাও এতটুকু ছায়া পাইনি
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঝড়ের সামনে দাঁড়িয়ে
লড়াই করেছি,বাঁচার লড়াই।
আজ আমি পরিণত, পোক্ত,
বজ্রের মতো কঠিন করে নিয়েছি নিজেকে
আজ বুঝি তুমি যখন মাথার ওপরে ছিলে
কতটা নিশ্চিন্ত ছিলাম
তুমি তো কখনো রোদে পুড়তে দাওনি, আর
বৃষ্টিতেও ভিজতে দাওনি
যত ঝড় সব একা বুক পেতে আটকেছিলে
সেদিন বুঝিনি,
তাই বুঝি অভিমান করে চলে গেছো
যদি আর একবার ফিরে পেতাম তোমাকে
সব ভুল গুলো শুধরে নিতাম
জানি, তা হবার নয়
তুমি যে না ফেরার দেশে চলে গেছো
তুমি ভালো থেকো বাবা —-