আমি খুঁজে চলেছি একটা হিমালয়,
সুউচ্চ হিমালয়।
যার দিকে মাথা উঁচু করে তাকিয়ে বলব
ভালোবাসি, ভালোবাসি তোমাকে।
আমি প্রতিনিয়ত খুঁজে চলেছি একটা নদী।
দীর্ঘ এবং প্রশস্ত নদী,
যার প্রতি লহরীতে থাকবে উদ্দম চলার ছন্দ,
আর ওর পিছু পিছু দৌড়াতে দৌড়াতে আমি বলব
ভালোবাসি, ভালোবাসি তোমাকে।
আর খুঁজে চলেছি সেই আকাশ।
সুবিশাল, অসীম অনন্ত নির্মল আকাশ।
যার উন্মুক্ত হৃদয়ে মাথা রেখে নিঃসঙ্কোচে আমি বলব
ভালোবাসি, ভালোবাসি তোমাকে।
খুঁজে চলেছি সেই একটা পৃথিবী।
যার প্রতিটা মৃত্তিকার খাঁজে খাঁজে সুপ্ত আছে স্নেহ,মায়া, মমতামাখা আলিঙ্গন।
যাকে ছুঁয়ে পরম আদরে বলব
ভালোবাসি, ভালোবাসি তোমাকে।