ভালোবাসা যায়না কেনা
কভু টাকা দিয়ে ,
টাকায় মিলে ভালো বাসা
মানি বুদ্ধি নিয়ে।
মনের সাথে মনের মিলে
সুজন হয় বটে,
স্বার্থ যদি মিশে তাতে
কত মন্দ ঘটে।
ভালোবাসা পবিত্র খুব
হৃদয় ছুঁয়ে যায়,
বিশ্বাসী মন প্রত্যয়েতে
অটুট থাকে তায়।
বাসলে ভালো ঘুচে কালো
মনটা ভরে সুখে,
ভালোবাসা দেয় ভুলিয়ে
সকল রকম দুখে।
ছলচাতুরি টাকার লেনদেন
ভালোবাসায় নহে,
অমল প্রীতি থাকলে তবেই
ভালোবাসা রহে।