নিজেকে সূর্যের সামনে দাঁড় করিয়েছিলাম,
কিন্তু কেন যেন গ্রহণ লেগে গেল!
গিয়েছিলাম ভিসুভিয়াসের কাছে,
ঘুমিয়ে পড়ল আমাকে দেখে!
প্রবল দাবানল থমকে গেছে,
আমার কাছে এসে!
আমি ভালোবাসার এক টুকরো,
ধ্বংস হেথায় বিলীন হয়।
পেয়েছি সপ্তর্ষিমন্ডলের আমন্ত্রণ,
চন্দ্রকলায় ভেসে চলেছি।
পথ দেখাচ্ছে ধ্রুবতারা,
বশিষ্ঠ অরুন্ধতী আহ্বান জানাবে
আমার ভালোবাসাকে।