সুখের চাবি পেতে হলে ভালোবাসা চাই ,
পরকে ভালো বাসলে তবে মিলবে সেটা ভাই।
টাকা দিয়ে ভালোবাসা কেনা কি আর যায়?
প্রীতির সূতোয় বাঁধলে পরে অচিন চেনা তায়।
সবার সাথে মিলেমিশে যেজন ধরে হাত,
বিপদ কালে সবাই পাশে কাটে দুখের রাত।
একলা জীবন বোঝার মত সহন বড়ো দায়,
ভালোবাসা দিলে তাহা ফিরে পাওয়া যায়।
এই পৃথিবীর জীবন ভিসা মাত্র কিছু দিন,
হেলাফেলায় মানুষ তবু সময় করে ক্ষীণ।
ভালোবাসাই সুখের চাবি বলে যারা কয়,
আর্তের সেবায় মনটা তাদের সকল সময় রয় ।
সকল জীবে সম ভাবে দেখে চলা চাই,
ভালোবাসার সুখের চাবি তবেই মিলবে ভাই।
দেশ- দশের কল্যাণেতে জীবন করলে দান ,
হৃদ মাঝারে সুযশ ভরে থাকবে তোমার স্থান ।
কষ্ট ব্যথা কাউকে দিলে শান্তি হবে নাশ,
হিংসা বিষের কলুষতা মনে করবে বাস।
পরের ভালো যেজন করে আলোয় ভরে মুখ ,
ভালোবাসার সুখের চাবি দেয় যে তাকে সুখ।