একটু ভালবাসা থাকলে
তোমার আমার হৃদয়ের দ্বার
এক হয়ে যেতো।
একটু ভাই ভালবাসা থাকলে তোমার আমার হৃদয়ের বন্ধন
ছিন্ন হয়ে যেতোনা ;
একটু ভালবাসা থাকলে
বনের পাখীরা এসে বাসা বাঁধত
মোদের ঘরে।
একটু ভালবাসা থাকলে
ওই যে সমুদ্র দেখছ
ওতে মেঘ খেলে বেড়াতো।
একটু ভালবাসা থাকলে
তোমার ধ্বংস আমাকে
দেখতে হতোনা।
একটু ভালবাসা থাকলে
শিকার হতে হতো না
তোমাকে বিবেকহীন নিষ্ঠুরতার
করাল গ্রাসে।