আমার ভালবাসার বর্ণমালারা
অনুরাগে বাঁকা চাঁদের গায়ে
নানা রঙের আবীর মাখে
বিমোহিত হয়ে দেখি অপলকে
উপমা-অনুপ্রাসের অলঙ্কারে
সে কি অরূপ ব্যঞ্জনা বাঁকা চাঁদে!
বড্ড সাধ জাগে গো,জড়ায়ে ধরে
সোহাগ চুমো আঁকি চাঁদের কপালে!
চাঁদের প্রতি ভালোবাসা মেয়েবেলায়
যৌবনের সন্ধিক্ষণে,অরূপ মায়ায়
জানালার ফাঁকে চাঁদের ভালোবাসা!
জ্যোৎস্না ঢালতো আমার সর্বাঙ্গে
সেকি পুলক! সে কি রোমাঞ্চ!
আমিতো তেমন রূপসী নই গো,
চাঁদের ভালোবাসার অঞ্জন
আমায় রূপবতী করে তুলতো
আমি যে বাঁকা চাঁদের অরূপ ছোঁয়ায়
ধন্য হলাম,ভালোবাসার বর্ণমালায়!