যদি বলা হয়, ভারসাম্যের খেলায় অকপট সুস্থ যাপনে
জয়ের অনাবিল পথটা খোলা,
তবে কুর্ণিশের দোরগোড়ায় সাফল্যের নেই যে ছলাকলা ।
যদি বলা হয়, ব্যর্থতা উঁকি মেরে রঙিন নিশান তোলে
মাঝে-সাঝে অনভ্যস্ত পরিবেশে,
তবে বেঁচে থাকার ইন্ধনের শুভেচ্ছায় ভরুক প্রাণ সাহসে।
সাহসীর বরমাল্য অবশ্যই অপেক্ষায় দিনগত অবক্ষয়ে
ঝড়ের উলট-পালট ভঙ্গিমায় –
তখন পরাজয়ের ভ্রুকুটি আসন্ন আগামীতে আদৌ
কোনো অশুভ ইঙ্গিতে কাঁদায়।
তখন বিজেতার মহোল্লাসে বিশ্বের আনন্দ-অঙ্গনে
ঘনঘন রণিত যেন মঙ্গলধ্বনি,
এতেই অমৃতের সন্ধান পেয়ে বাঁধভাঙা উচ্চ্বাসে
অকাম্যের নেই কোনো কানাকানি ।
আসুক না ঝটিকা কালবৈশাখী হয়ে কখনো-সখনো
হঠাৎ তান্ডবের অঙ্গীকার নিয়ে,
ত্রাসে পিছু হটা মানসিকতা শূন্যে ছুঁড়ে দিয়ে
বীরত্বের সাথে হোক না বিয়ে।
যদি বলা হয়, ভারসাম্যের খেলায় খুশি-খুশি মনোভাবে
কাম্য সুঠাম দিনের কথা-বলা,
তবে বাঁচনের উৎসাহ বেড়ে বেড়ে মেলে না কানমলা।